ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়নের কাছে পাওনা টাকা পরিশোধ না করার কারণে গতকাল ১ এপ্রিল থেকে মোট ব্যান্ডউইথের ২০ শতাংশ কমিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটরটির কাছে বিটিআরসির মোট পাওনা ৬৬ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা।
এর আগে বহুবার টাকা পরিশোধ করার জন্য অপারেটরটিকে চিঠি দেওয়া হলেও তাতে কোনো তোয়াক্কা করেনি বাংলালায়ন। অবশেষে সংশ্লিষ্ট সকল ব্যান্ডউইথ প্রোভাইডারদের গত ২৯ মার্চ বিটিআরসির ইঞ্জিনিয়ার অ্যান্ড অপারেশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাহিদুল হাসান একটি পত্র দিয়েছেন।
চিঠিতে পাওনা টাকা পরিশোধ না করার কারণে বাংলালায়নের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ২০ শতাংশ হ্রাস করতে বলা হয়েছে। বর্তমানে বাংলালায়ন চারটি আন্তর্জাতিক ইন্টারনেট অপারেটর কাছ থেকে ৩ হাজার ৫২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে।
এদিকে অপর ওয়াইম্যাক্স অপারেটর কিউবির কাছে বিটিআরসির পাওনা ১৬ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা। গত সপ্তাহে অপারেটরটি ৬ কোটি টাকা পরিশোধ করেছে এবং আগামী সাত দিনের মধ্যে অন্তত ৯ কোটি টাকা পরিশোধ করার শর্তে তাদের ব্যান্ডউইথ হ্রাস করা হয়নি বলে নিশ্চিত করেছেন বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, কিউবি টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তাদের ব্যান্ডউইথে কোনো প্রভাব পরেনি। উল্লেখ্য, কিউবি সাতটি আইআইজি থেকে ৩ হাজার ৪০৫ এমবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে।
প্রসঙ্গত, অপারেটর দুটি ২০০৮ সালে উন্মুক্ত নিলামের মাধ্যমে লাইসেন্স গ্রহণ করে। পরে ২০১৩ সালে ওলো ওয়াইম্যাক্সের লাইসেন্স নিলেও তাদের সেবা বলতে তেমন কিছুই নেই।
তবে বাংলালায়ন এবং কিউবির গ্রাহক প্রতি মাসে দ্রুত গতিতে কমে যাচ্ছে। সর্বশেষ বিটিআরসির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে গত ফেব্রুয়ারি পর্যন্ত মোট ওয়াইম্যাক্স ইন্টারনেট গ্রাহক রয়েছে ৮৯ হাজার। যা এক সময় পাঁচ লাখেরও বেশি ছিল।
from ICT Shongbad http://ift.tt/2oA4MWs
Comments
Post a Comment