প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম জেলায় পাইলট প্রকল্প হিসেবে মুঠোফোনের মাধ্যমে বয়স যাচাই ও বিবাহ নিবন্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পটির স্লোগান ‘যদি মেয়ের বয়স ১৮ আর ছেলের ২১ আজ, যাচাই শেষে করুন বিয়ে নিবন্ধনের কাজ’।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর থেকে প্রকল্পটি উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষের অনুষ্ঠান থেকে যোগ দেয় এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান।
অন্যদিকে কুড়িগ্রাম জেলা প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।
যেভাবে কাজ করবে: প্রকল্পটির আওতায় বিয়ে নিবন্ধকবৃন্দ বা বিবাহ অনুষ্ঠান পরিচালনাকারী ধর্মীয় ব্যক্তিগণ (মৌলভি, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ইত্যাদি) সরকারের বিদ্যমান অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ, জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ডগুলোর অনলাইন ডেটা সেন্টারে নাগরিক ও পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্ম-সম্পর্কিত সংরক্ষিত তথ্য যাচাইয়ের মাধ্যমে অপরিণত বয়সে বিয়ে বন্ধে ভূমিকা রাখতে পারবেন। প্রত্যেকটি বিয়ে নিবন্ধনের সময় বিয়ে নিবন্ধক মুঠোফোনের সাহায্যে *১৬১০০# নম্বর ডায়াল করে বা ১৬১০০ নম্বরে এসএমএস পাঠিয়ে বর-কনের বয়স যাচাই করবেন। উপযুক্ত বয়স নিশ্চিত হলে বিয়ে নিবন্ধন সম্পন্ন করা হবে।
বিয়ে নিবন্ধক নিবন্ধন শেষে সিস্টেম থেকে পাওয়া ১২ অঙ্কের আইডি নম্বর পাবেন, যা সংশ্লিষ্ট বিয়ের নিবন্ধন নম্বর হিসেবে রেজিস্টারে (বালাম বই) সংরক্ষণ করবেন। এ পদ্ধতিতে বর-কনের উভয় পক্ষের একজনকে মুঠোফোনের এসএমএসের মাধ্যমে বিয়ে নিবন্ধন সম্পাদন-সংক্রান্ত তথ্য পাঠানো হয়। কোথাও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়ভাবে নেওয়া উদ্যোগ ব্যর্থ হলে তার প্রতিকার এবং মুঠোফোনে বিয়ে নিবন্ধনে অনিয়ম দেখা গেলে যেকোনো মুঠোফোন থেকে জাতীয় হেল্পলাইনে (১০৯) বিনা মূল্যে কল করে জানাতে হবে।
from ICT Shongbad http://ift.tt/2pOmbv8
Comments
Post a Comment