কম্পিউটারের ওয়ালপেপারে একই ছবি দেখতে দেখতে অনেক সময় বিরক্ত হয়ে যাই আমরা। তখন ছবিটি পরিবর্তন করে নতুন ছবি যুক্ত করে দেই। চাইলে কম্পিউটারের ওয়ালপেপারে নিজের পছন্দমত ছবির সম্পূর্ণ ফোল্ডারটি যুক্ত করা যাবে।
সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হবে ওয়ালপেপার।
চলুন দেখে নেয়া কিভাবে কাজটি করতে হবে।
প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে সেটিংস এ যেতে হবে।
তারপর সেখান থেকে ‘personalization’ অপশনে ক্লিক করতে হবে।
এপর নতুন একটি পেইজ চালু হবে সেখান থেকে ‘background’-এ ক্লিক করতে হবে।
তাহলে কম্পিউটারের ব্যাকগ্রাউডে ওয়ালপেপার নির্ধারণের অপশন আসবে।
যেখানে ‘background’ অপশনে গিয়ে ‘slideshow’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর ‘choose albums for your slideshow’ থেকে ‘browse’-এ ক্লিক করে যে ফোল্ডারের ওয়ালপেপারের জন্য ছবি রয়েছে সে ফোল্ডারটি নির্ধারণ করে দিতে হবে।
তাহলেও নির্ধারিত ফোল্ডারে যতগুলো ছবি আছে সবগুলো পযার্য়ক্রমে প্রদর্শিত হবে ওয়াপেপার হিসেবে। চাইলে ‘change picture every’ অপশনে গিয়ে নির্ধারণ করে দেওয়া যাবে, কত সময় পরে ওয়ালপেপারে ছবি পরিবর্তন করা হবে।
from ICT Shongbad http://ift.tt/2oU68hm
Comments
Post a Comment