আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো ইউটিউব টিভি
from ICT Shongbad http://ift.tt/2nOgUlX
সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব ফেব্রুয়ারি মাসে তাদের স্ট্রিমিং টিভি সেবার ঘোষণা দিয়েছিল। আর এখন আনুষ্ঠানিকভাবে এই সেবা যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে চালু করা হয়েছে।
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।
ইউটিউব বলছে গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।
প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউইউব।
from ICT Shongbad http://ift.tt/2nOgUlX
Comments
Post a Comment