সেরা অ্যান্ড্রয়েড ট্যাব

সেরা অ্যান্ড্রয়েড ট্যাব

আইপ্যাডের মত অ্যান্ড্রয়েডের ট্যাব বেশি কার্যকরী না হলেও এর মধ্যে সেরা কিছু ট্যাব আছে। ট্যাবের স্ক্রীন মোবাইলের স্ক্রীনের থেকে বড় হওয়ায় ই-বুক পড়া ও ইনটারনেট ব্রাউজিংয়ের জন্য ভালো।

আপনি যদি আপনার শিশুর জন্য বা পড়াশোনা করার জন্য সেরা অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে চান তবে এখানে সেরা কিছূ ট্যাবের তালিকা দেওয়া হলো। এখান থেকে আপনি ট্যাবলেট পছন্দ করে নিতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৩ :

নেটফ্লিক্স দেখার জন্য উন্নত মানের ডিসপ্লে পাচ্ছেন আপনি এই ট্যাবে। সঙ্গে আঁকার জন্য এস পেন তো পাচ্ছেনই। অ্যাপল আইপ্যাডের সঙ্গে সহজেই একে তুলনা করা যায়। মেটালের তৈরি এই ট্যাবের মসৃণ স্ক্রীন আপনাকে ট্যাব ব্যবহারের সেরা অভিজ্ঞতা দেবে। এর স্পিকার অনেক শক্তিশালী এবং প্রসেসর অনেক দ্রুত কাজ করে। এইচডিআর মানের ভিডিও দেখতে ‍পারবেন এর মাধ্যমে। ৬৩,৬০০-৭৮,০০০ টাকার মধ্যে এই ট্যাব পাওয়া যাচ্ছে বাংলাদেশের মোবাইল বাজারে।

হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম ৩ :

হুয়াওয়ে মোবাইল জগতে সারাবিশ্বে বিখ্যাত এক ব্র্যান্ড। এই কোম্পানির ৮.৪ ইঞ্চি ডিসপ্লের মিডিয়াপ্যাড এম ৩ তার মেটাল বডি, মসৃণ ও চকচকে স্ক্রীনের জন্য আপনার নজর কাড়বে। ই-বুক পড়ার জন্য এই ট্যাবের ডিসপ্লে তেমন বড় না হলেও ভিডিও দেখার জন্য যথেষ্ট। ৩২ জিবি রম ও ৪ জিবি র‌্যাম আপনাকে দেবে দ্রুত সেবা। স্যামসাংয়ের থেকে তুলনামূলকভাবে এর দাম কম। তবে অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক ভারসন এখানে পাবেন না। এর বাজারমূল্য ২৭,৬০০ টাকা।

লেনোভো ইয়োগা বুক :

লেনোভো ইয়োগা বুক একটি টু ইন ওয়ান ট্যাবলেট। এর টাচ কিবোর্ড দিয়ে আপনি এর মাধ্যমে ল্যাপটপের কাজ চালিয়ে নিতে পারছেন। কোনও কিছু আঁকতে বা লিখতেও পারছেন। ১০.১ ইঞ্চির ফুল এইচডি এই ট্যাবলেট শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। ইনটেলের অ্যাটম প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। এর বাজারমূল্য ২৭,৬০০ টাকা।

আমাজন ফায়ার এইচডি ৮ :

আমাজনের ফায়ার এইচডি৮ তুলনামূলকভাবে সস্তা। ৮ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবের ১.৫ জিবি র‌্যাম ও ১৬ জিবি রম। চারটি ভিন্ন রঙে পাচ্ছেন এই ট্যাব। আমাজনের সকল সুবিধা এখানে পাচ্ছেন। বাজার মূল্য মাত্র ১৩,৫০০ টাকা।



from ICT Shongbad http://ift.tt/2nphpa8

Comments