উই নিয়ে এলো নতুন স্মার্টফোন এস১
from ICT Shongbad http://ift.tt/2orOG3i
স্মার্টফোন ব্র্যান্ড উই-এর সিগনেচার সিরিজের প্রথম মডেল এস১ বাজারে এসেছে। গত শুক্রবার থেকে বাংলাদেশের ৩২টি উই ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে উই-এর এই ফ্ল্যাগশিপ ফোনটি। এতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকার পরও এস১-এর দাম রাখা হয়েছে মাত্র ১৪ হাজার ৪৯০ টাকা।
৫.৫ ইঞ্চি এইচডি (২.৫ডি) পর্দাযুক্ত ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার এই স্মার্টফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর ৬৪ বিট প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম। এই ডিভাইসটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি আঙুলের ছাপ সংবেদনশীল (ফিঙ্গারপ্রিন্ট সেন্সরড)। আঙুলের স্পর্শে দ্রুত আনলক হবে ফোন।
উই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, উই শুধু স্মার্টফোনই নয়, এই ডিভাইস ব্যবহার করে বাংলাদেশের ৭০০টিরও বেশি হটস্পটে পাওয়া যাবে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আর সেই সঙ্গে রয়েছে ১০০ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ।
প্রসঙ্গত, উই-এর উল্লেখিত সেবাগুলোর উদ্যোক্তা হচ্ছে ‘আমরা কোম্পানিজ’। ‘আমরা’ বাংলাদেশের অন্যতম গ্রুপ অব কোম্পানিজ যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তৈরী পোশাকশিল্প, আউটসোর্সিং, পেশাদারী উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে ব্যবসা পরিচালনা করছে।
from ICT Shongbad http://ift.tt/2orOG3i
Comments
Post a Comment