সিটি আইটি কম্পিউটার মেলা শেষ হচ্ছে আজ
from ICT Shongbad http://ift.tt/2px6KGV
আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক ‘সিটি আইটি ২০১৭ কম্পিউটার মেলা’। এবার মেলা চলে আট দিনব্যাপী। ৬ এপ্রিল শুরু হয় এই মেলা। মেলার শেষ দিনে বিসিএস কম্পিউটার সিটি খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলার সমন্বয়ক মুসা কামাল বলেন, ‘মেলার আয়োজন নিয়ে আমরা সন্তুষ্ট। এবার বিক্রিও ভালো হয়েছে।’ তিনি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার পয়লা বৈশাখ উপলক্ষে আজ মেলায় আগত দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য খাবারের ব্যবস্থা থাকছে। এ ছাড়াও সন্ধ্যায় আয়োজন করা হবে সংগীতানুষ্ঠান।
এই মেলায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভার্চ্যুয়াল রিয়ালিটির (ভিআর)। এ ছাড়া ক্রেতারা প্রতিটি পণ্যের সঙ্গে পাচ্ছেন ছাড় বা উপহার। মেলায় রয়েছে গেমিং জোন, ভিআর ও ত্রিমাত্রিক (থ্রিডি) প্রদর্শনী, ফটোবুথ এবং বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা।
মেলার প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবে। এবারের মেলা আয়োজনে সহযোগিতা করছে এইচপি, আসুস, এসার, ডেল, লেনোভো ও র্যাপো।
from ICT Shongbad http://ift.tt/2px6KGV
Comments
Post a Comment