৩৫ ডলারের ইউটিউব টিভিতে যা থাকছে

৩৫ ডলারের ইউটিউব টিভিতে যা থাকছে

স্লিং টিভি, ডিরেক্ট টিভি ও নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ইউটিউব নিয়ে আসছে টিভি। যে সব গ্রাহক সব চ্যানেলের বিল দিতে চায় না, শুধু যে চ্যানেল দেখবে তার বিল দিতে চায় তাদের জন্য ইউটিউব এ সেবা আনছে।

মাত্র ৩৫ ডলারে ৫০টি বিভিন্ন চ্যানেল গ্রাহকেরা দেখতে পাবেন। এসব চ্যানেলের মধ্যে সংবাদ, খেলা ও বিনোদনের চ্যানেলও আছে। অন্যান্য প্রতিযোগীদের মতো তাদের চ্যানেলের সংখ্যা বেশি নয়।

ফক্স, সিবিএস, এনবিসি ও এবিসি চ্যানেলের মতো ইউটিউবের নিজেরই আছে ১ বিলিয়ন দর্শক। ইউটিউবের এ অফারে ইএসপিএন, ইউএসএ, ফক্স নিউজ, এফএক্সের মতো চ্যানেল আছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিভি ক্যাবল সেবায় প্রতি মাসে ১০০ মার্কিন ডলার করে পরিশোধ করতে হয়।



from ICT Shongbad http://ift.tt/2o3UXQJ

Comments