ফেসবুকের বিনামূল্যে ‘ওয়ার্কপ্লেস’

ফেসবুকের বিনামূল্যে ‘ওয়ার্কপ্লেস’

বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক গত বছর ‘ওয়ার্কপ্লেস’ নামের সেবা চালু করেছিল। তবে দলগত কাজের জন্য সফটওয়্যার সেবা স্ল্যাকের সঙ্গে প্রতিযোগিতায় পেড়ে উঠতে ফেসবুক তাদের ‘ওয়ার্কপ্লেস’ এর একটি সংস্করণ বিনামূল্যে ছেড়েছে।

ব্যবসায়ীদের জন্য ফেসবুকের মেসেজিং সেবা হিসেবে পরিচিত ওয়ার্কপ্লেস। নির্দিষ্ট গ্রুপের মধ্যে চ্যাট এবং ফাইল বিনিময় করা যায় এর মাধ্যমে। ফেসবুক এক প্রতিবেদনে জানিয়েছে, বিনামূল্যের সংস্করণটিতে ওয়ান-টু-ওয়ান, গ্রুপ ভয়েস ও ভিডিও কল, ভিডিও স্ট্রিমিং ও চ্যাটিং সুবিধা থাকবে। এটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ পিসি সমর্থন করবে।

ফেসবুক বিনামূল্যের সংস্করণ কবে থেকে সবার জন্য উন্মুক্ত করবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলছে এই সুবিধা খুব শিগগির চালু হতে যাচ্ছে।



from ICT Shongbad http://ift.tt/2p6Ou7S

Comments