গ্যালাক্সি এস৮ এর ফেসিয়াল রিকগনিশন ফিচারে ত্রুটি!
from ICT Shongbad http://ift.tt/2osq1Nf
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং গত ২৯ মার্চ তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস ফোনটি উন্মুক্ত করেছে। আর উন্মুক্তের পরেই ইউটিউবে আইডিভাইসহেল্প একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে, ফোনের ফেসিয়াল রিকগনিশন ফিচারটির ফোন ব্যবহারকারীদের ফটো দিয়ে বোকা বানানো সম্ভব।
ভিডিওতে দেখা গেছে, ব্যবহারকারী শুধুমাত্র আরেকটি স্মার্টফোন নিয়ে এস৮ ব্যবহারকারীর একটি ছবি এস৮ ফোনের সামনে ধরতে হবে। আর এতেই ডিভাইসটিকে বোকা বনে যায়। অন্য ফোনে ব্যবহারকারীর ছবি দেখে ফোনটি আনলোক হয়ে যায়। প্রতিষ্ঠানটি নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়ে ফেসিয়াল রিকগনিশনের সাথে আইরিশ স্ক্যানার ও যুক্ত করেছে এই ডিভাইসে। তবে ভিডিওটি প্রতিষ্ঠানটিকে ভুল প্রমাণিত করতে পারে।
স্যামসাং নোট ৭ বিস্ফোরণের ঘটনার পর আরও উন্নত নিরাপদ অভিজ্ঞতা নিয়ে এস৮ সিরিজ উন্মুক্ত করেছে। আর বাকিটা আগামী ২১ এপ্রিল গ্রাহকের হাতে পৌঁছানোর পর বোঝা যাবে।
from ICT Shongbad http://ift.tt/2osq1Nf
Comments
Post a Comment