ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপে লাইভ লোকেশন শেয়ারিং

ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপে লাইভ লোকেশন শেয়ারিং

নিত্যনতুন চমক দিচ্ছে ফেসবুক। এবারের চমক ফেসবুক ম্যাসেঞ্জারে লাইভ লোকেশন শেয়ার। ফেসবুক ম্যাসেঞ্জারে এই ফিচারটি যুক্ত করার বিষয় গত সোমবার কম্পানির তরফে জানানো হয়েছে। এটির মাধ্যমে টানা এক ঘণ্টা বর্তমান অবস্থান পাঠানো যাবে।

ফেসবুকের তরফে বলা হয়, অনেক সময় রাস্তা দিয়ে যাতায়াতের সময় বন্ধুরা জিজ্ঞাসা করে যে “কত দূরে”? অর্থাৎ মানুষের বর্তমান অবস্থান জানার একটি আগ্রহ রয়েছে। তবে এক্ষেত্রে ফেসবুক ম্যাসেঞ্জারে লোকেশন জানানোটি অবশ্যই অপশনাল।

প্রসঙ্গত, ম্যাসেঞ্জার একসময় ফেসবুকের নিজস্ব অংশ ছিল। কিন্তু, ২০১৪ সালে ফেসবুকের তরফে ম্যাসেঞ্জারে বেশকিছু পরিবর্তন আনার কথা ভাবা হয়। এরপরই ম্যাসেঞ্জার নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। লাইভ লোকেশন শেয়ারিং এরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।



from ICT Shongbad http://ift.tt/2oAIuXV

Comments