শুরুতেই গ্যালাক্সি এস৮ এর ডিসপ্লে সমস্যা, প্যাচ উন্মুক্ত করেছে স্যামসাং

শুরুতেই গ্যালাক্সি এস৮ এর ডিসপ্লে সমস্যা, প্যাচ উন্মুক্ত করেছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৮ নিয়েও সমস্যায় পড়েছে। বেশ কিছু গ্রাহক জানিয়েছেন, তাদের ফোনের ডিসপ্লে’র রঙ হঠাৎ করেই হাল্কা লাল হয়ে যায়।

এই ইস্যুতে স্যামসাংয়ের একজন মুখপাত্র কোরিয়া হেরাল্ডে বলেছেন, এই সমস্যা কোনো হার্ডওয়্যার সমস্যা নয়। প্যাচ উন্মুক্তের (সফটওয়্যার আপডেট) মাধ্যমে এই সমস্যা সমাধান করা যাবে। দক্ষিণ কোরিয়ার গ্রাহকরা ফোনের এই সমস্যার ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করে।

এছাড়াও প্রতিষ্ঠানটি জেডডি নেট এ ম্যানুয়ালি এই সমস্যা দূর করার উপায় ও জানিয়েছিল। সেটিংস > ডিসপ্লে > স্ক্রিন মোড > কালার ব্যালেন্স। তবে এই সেটিংস ঠিক করার পরও কিছু কিছু গ্রাহকের সমস্যা রয়েই গেছে।

গত বছর স্যামসাংয়ের নোট ৭ বিস্ফোরণ এবং প্রত্যাহারের ঘটনার পর এই ফোন নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। এবং নতুন ফোন দিয়ে আবারও গ্রাহকদের কাছে ফিরতে চাইছে স্যামসাং।



from ICT Shongbad http://ift.tt/2pVWZG2

Comments