ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কোনো ওয়েবসাইট যখন প্রথমবারের মতো দেখা হয় তখন সেটি লোড হতে তুলনামূলক বেশি সময় নিয়ে থাকে। ব্রাউজার ওই ওয়েবসাইট সম্পর্কে ডেটা আপনার হার্ডড্রাইভে সংরক্ষণ করে রাখলে পরেরবার একই ওয়েবপেজ ভিজিট করার সময় পেজগুলো দ্রুত লোড হয়। সাধারণত ব্রাউজার ক্যাশিংয়ের কারণে এমনটা হয়ে থাকে। ক্যাশিংয়ের জন্য হার্ডড্রাইভের পরিবর্তে যদি র্যাম নির্বাচন করে দেওয়া যায়, তবে ক্যাশিংয়ের গতি বেড়ে যায়। এতে ব্রাউজারে যেকোনো ওয়েবসাইট দ্রুত ভিজিট করা যায়।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারে কাজটি করতে চাইলে প্রথম তা সচল করে ঠিকানা লেখার ঘর বা অ্যাড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন। পাতাটি লোড হলে এখানে ‘I’ll be careful, I promise!’ বোতামে ক্লিক করুন। search এর ঘরে browser.cache লিখে এন্টার করুন। browser.cache.disk.enable কিওয়ার্ড খুঁজে বের করুন সার্চ বক্সে লিখে। এবার তাতে আবার দুই ক্লিক করে এর মান false করে দিন। অন্যদিকে browser.cache.memory.enable-এর মান true করে দিন। এবার যেকোনো জায়গায় রাইট ক্লিক করে New থেকে Integer নির্বাচন করুন। এখানে browser.cache.memory.capacity লিখে OK চাপুন। পরের ঘরের 10000 (১০০ মেগাবাইটের সমান) লিখে OK করুন। আবারও Search-এর ঘরে Pipelining লিখে এন্টার দিন। এবার network.http.pipelining খুঁজে বের করে তাতে দুবার ক্লিক করে এর মান false থেকে true করে দিন। network.http.pipelining.maxrequests-এর মান ৪ থেকে ১০ এর মধ্যে যেকোনো সংখ্যা নির্ধারণ করে দিন। কাজ শেষ হলে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। এখন থেকে ওয়েবপেজগুলো আগের চেয়ে দ্রুত লোড হবে।
from ICT Shongbad http://ift.tt/2ouWwJA
Comments
Post a Comment