মাস্টারকার্ডে যুক্ত হলো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি
from ICT Shongbad http://ift.tt/2oeC1Ca
পেমেন্ট কার্ড সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি যুক্ত করলো ক্রেডিট কার্ড প্রদানকারী মাস্টারকার্ড। দক্ষিণ আফ্রিকায় মাস্টারকার্ড এই প্রযুক্তির দুটি সফল পরীক্ষা চালানোর পর উন্মুক্ত করতে যাচ্ছে।
অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইলের মতোই কাজ করবে কার্ডটি। ক্রয়-বিক্রয়ের সময় ব্যবহারকারীদের সেন্সরের উপর আঙুল রাখতে হবে। এ ছাড়াও কার্ডটি টার্মিনালের ইলেক্ট্রিসিটি ব্যবহার করবে, ফলে এর নিজস্ব ব্যাটারির প্রয়োজন হবে না। বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই কার্ড-ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তবু তা বায়োমেট্রিক প্রযুক্তির বিচক্ষণ প্রয়োগ।
বার্লিনের সিকিউরিটি রিসার্চ ল্যাবের প্রধান গবেষক কার্স্টেন নোল বলেন, কারো আঙুলের ছাপ তার স্পর্শ করা কাঁচ বা অন্য কোনো কিছু থেকে সংগ্রহ করা অসম্ভব নয়। আর এই তথ্য একবার চুরি হয়ে গেলে আর মাত্র ৯ বারের বেশি বদলানো সম্ভব নয়। অর্থাৎ মানুষের দুই হাতে ১০ আঙুল আছে। কোনো ব্যক্তির ১০ আঙুলের ছাপই যদি চুরি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আর আঙুলের ছাপ ব্যবহার করা সম্ভব হবে না।
from ICT Shongbad http://ift.tt/2oeC1Ca
Comments
Post a Comment