বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে হিউন্দাই
from ICT Shongbad http://ift.tt/2nNyEys
ভবিষ্যতে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদার কথা বিবেচনা করে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাইও এ পথে ঝুঁকছে। এ লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য আলাদা প্ল্যান্ট বানাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাজারে মূলত আরেক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে তাদের। নতুন এ বৈদ্যুতিক গাড়িটি হবে বেশ কিছু দীর্ঘস্থায়ী ব্যাটারি চালিত। এটিকে প্রতিষ্ঠানটির জন্য একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
হিউন্দাইয়ের একজন কর্মকর্তা বলেছেন, বৈদ্যুতিক গাড়ির প্ল্যান্টে বড় ধরনের বিনিয়োগ লাগবে। কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে আমরা এটি করছি।
এ প্রকল্পে প্রথমে হিউন্দাইয়ের লোকসান হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, ৩০০, ৫০০ বা ৬০০ কিলোমিটার যেতে পারে এমন মডেল তৈরি করতে না পারলে তারা বাজারে টিকতে পারবে না।
from ICT Shongbad http://ift.tt/2nNyEys
Comments
Post a Comment