তথ্যপ্রযুক্তি সহযোগিতা নিয়ে সিমেন্সের সঙ্গে পলকের বৈঠক
from ICT Shongbad http://ift.tt/2nUrMz6
দেশের তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা ও বিনিয়োগ বিষয়ে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা ও সেবা প্রদানকারী কোম্পানি সিমেন্সের সঙ্গে বৈঠক করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জার্মানির মিউনিখে বুধবার সিমেন্স সদরদপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সিমেন্সের হেড অব আইটি ড. রোলফ রেইনেমা এর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা এনালাইসিস, স্মার্ট গ্রিড, ব্লক চেইন ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
সিমেন্সকে হাইটেক পার্কে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। কোম্পানিটি এ বিষয়ে তাদের আগ্রহের কথাও জানায়।
from ICT Shongbad http://ift.tt/2nUrMz6
Comments
Post a Comment