এবার অ্যাপসে পাওয়া যাবে কাজলকে

এবার অ্যাপসে পাওয়া যাবে কাজলকে

এবার নিজের মোবাইল অ্যাপস চালু করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এ অ্যাপসের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে সব তথ্য জানতে পারবেন ভক্তরা।

কাজল আগারওয়ালঅ্যাপসটির ডিজাইন করেছে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এসকেইপএক্স। কাজল গণমাধ্যমকে বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমার ভক্তরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে আমার সঙ্গে তারা সরাসরি কথাও বলতে পারবেন। আমি কোনো চলচ্চিত্রে কাজ করলে সে বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে পারব।

এ ছাড়াও আমার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলতে পারব। কাজলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের খুব বেশি জাহির করা এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা না রাখাটা তারকাদের জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। তবে নতুন অ্যাপসটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর চেয়ে আরো বেশি ইন্টারেক্টিভ।



from ICT Shongbad http://ift.tt/2nPnufi

Comments