আসছে ফেসবুক কমেন্টে জিআইএফ সুবিধা
from ICT Shongbad http://ift.tt/2ontW9T
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পোস্টের কমেন্টে জিআইএফ(গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) নিয়ে পরীক্ষা চালাচ্ছে। আর এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা জিফি বা টেনরের মতো জিফ সরবরাহকারীদের থেকে জিআইএফ নিয়ে কমেন্টে পোস্ট করতে পারবে।
যদিও এই পরীক্ষা কেবল কিছু সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। তবে পরে সবার জন্যই চালু হবে। ফেসবুকের একজন মুখপাত্র এনগ্যাজেটে এক ই-মেইলে জানান, ‘আমরা কমেন্টে জিআইএফ সুবিধা নিয়ে পরীক্ষা শুরু করছি আর আমরা যখন পারবো তখন আরও বেশি জানাব ব্যবহারকারীদের, কিন্তু এখন আবারও বলছি এটি শুধুই একটি পরীক্ষা।’
ফেসবুকের এই জিআইএফ সুবিধা বর্তমানে মেসেঞ্জারে চালু থাকা জিআইএফ এর মতোই কাজ করবে। ফেসবুক বিশ্বের কোন অংশের ব্যবহারকারীদের দিয়ে এই সুবিধা চালাচ্ছে তা নিয়ে কিছু জানা যায়নি। তাই আপনি যদি আপনার কমেন্টে এই সুবিধা পেয়ে যান তাহলে ভাবতে হবে জিআইএফ সুবিধা পাওয়া অল্প কয়েকজনের মধ্যে আপনি একজন।
from ICT Shongbad http://ift.tt/2ontW9T
Comments
Post a Comment