নতুন স্ক্যানার

নতুন স্ক্যানার

ডিএস ৫২০ মডেলের এপসন স্ক্যানার বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এই স্ক্যানারে কাগজের উভয় পৃষ্ঠা একসঙ্গে স্ক্যান করার সুবিধা আছে। স্ক্যানারটি দিয়ে সাড়ে ৮ ইঞ্চি প্রস্থ এবং ৩৬ ইঞ্চি পর্যন্ত লম্বা কাগজ স্ক্যান করা সম্ভব।

নতুন স্ক্যানার

নতুন স্ক্যানার

এ-ফোর, লেটার ও লিগ্যাল আকারের কাগজ তো বটেই, জমির দলিল, ব্রডশিট কাগজের দৈনিক পত্রিকা, নকশার ডিজিটাল সংস্করণ প্রস্তুত করতে স্ক্যানারটি কাজে লাগবে। এতে মিনিটে ৩০টি পাতা বা ৬০টি ছবি স্ক্যান করা যাবে। আর প্রতিদিন স্ক্যান করা যাবে ৩ হাজার পাতা। এ ছাড়া অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের (ওসিআর) কাজেও প্রচলিত স্ক্যানারের চেয়ে সূক্ষ্মভাবে কাজ করে। দাম ৪৫ হাজার টাকা।



from ICT Shongbad http://ift.tt/2myLiEc

Comments