২০০৮ সালে বিন্দু রেড্ডি গুগলের চাকরি ছেড়ে দেন। তিনি বিখ্যাত এই সার্চ ইঞ্জিনের সবচেয়ে কম জনপ্রিয় সামাজিক মাধ্যম গুগল বাজ ও গুগল প্লাসের সঙ্গে যুক্ত ছিলেন।
বিজনেস ইনসাইডারকে তিনি গুগল ছেড়ে আসার কারণ জানানোর সময় বলেন, আমি বুঝতে পারছিলাম গুগল সামাজিক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না।
রেড্ডির জন্য এটাই বড় সমস্যা ছিলো। সামাজিক মাধ্যম এমন এক স্থান যেখানে সবাই নিজের কথা তুলে ধরতে পারবে। নিজের আনন্দ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করতে পারবে। তিনি মনে করেন, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় মানুষকে কথা বলার সুযোগ করে দেয় সামাজিক মাধ্যম। তারা কি বিশ্বাস করছে, কি ভাবছে তা প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত ব্র্যান্ড চাকরি ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি করে।
সামাজিক মাধ্যমের সমস্যা খুঁজতে যেয়ে রেড্ডি দেখেন, এখানে মানুষের যা কিছু বলার স্বাধীনতা আছে। কিন্তু কি বলবে তা ভেবে না পেয়ে চুপ থাকে। সামাজিক মাধ্যমে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আপনি যদি নিষ্ক্রিয় থাকেন তাহলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে।
তাই গত বৃহস্পতিবার রেড্ডি সামাজিক মাধ্যমে ব্যবহারকারীর সুবিধার জন্য নিয়ে এসেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সহযোগী। যা আপনাকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করবে। বর্তমানে এটি শুধু টুইটারে কার্যকর হয়েছে এবং ফেসবুকে আপনার যদি পেজ থাকে সেখানে এটা ব্যবহার করতে পারবেন।
পোস্ট ইন্টেলিজেন্সে বেশ কিছু সুবিধা আছে যা সামাজিক মাধ্যমে আরো ভালো পোস্ট দিতে সাহায্য করবে। আপনি আপনার বন্ধুদের মধ্যে কোন পোস্ট শেয়ার দিলে বেশি নজর কাড়তে পারবেন সে বিষয়ে এটি পরামর্শ দেবে।
সবাই নিজেকে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সমস্যা হলো বিশ্বে প্রতিদিন এত কিছু ঘটে যাচ্ছে যে ব্যবহারকারীরা বুঝতে পারেন না কোন বিষয় নিয়ে তারা শুরু করবেন। এজন্য এই অ্যাসিস্ট্যান্ট আপনাকে সাম্প্রতিক সংবাদ এবং জনপ্রিয় টুইট আপনার সামনে তুলে ধরে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পোস্ট ইন্টেলিজেন্স সবার জন্য সম্পূর্ণ ফ্রি।
from ICT Shongbad http://ift.tt/2nZKmZN
Comments
Post a Comment