আগামী মাসে হার্ডওয়্যার পণ্য আনতে পারে ফেসবুক

আগামী মাসে হার্ডওয়্যার পণ্য আনতে পারে ফেসবুক

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গোপন হার্ডওয়্যার প্রকল্প ‘বিল্ডিং এইট’ নিয়ে কাজ করছে, এমন খবর বেশ কিছুদিন হলো নানা সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে আসছে। সম্প্রতি ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রত্রিবেদনে বলা হয়েছে, এপ্রিলে প্রতিষ্ঠানটি ভোক্তা হার্ডওয়্যার পণ্য প্রদর্শন করতে পারে।

আগামী মাসে হার্ডওয়্যার পণ্য আনতে পারে ফেসবুক

আগামী মাসে হার্ডওয়্যার পণ্য আনতে পারে ফেসবুক

এসব হার্ডওয়্যার পণ্যের মধ্যে থাকতে পারে পরবর্তী প্রজন্মের ক্যামেরা, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ড্রোন ও মস্তিষ্ক স্ক্যানিং প্রযুক্তি। আগামী মাসে প্রতিষ্ঠানটির ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই ফেসবুকের হার্ডওয়্যার পণ্যগুলো বড় ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া জানা গেছে, অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ও ইন্টারনেট ড্রোনগুলোর জন্য কার্যকরী হার্ডওয়্যার পণ্য তৈরিতে ফেসবুক তাদের মার্কিন ক্যাম্পাসে একটি নতুন ভবন তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে ‘এরিয়া ৪০৪’।

তা ছাড়া বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি সৌরচালিত এয়ারক্রাফট অ্যাকুইলা নিয়েও কাজ করছে ফেসবুক।



from ICT Shongbad http://ift.tt/2mTBPnl

Comments