উন্মুক্ত হলো লাল রঙের আইফোন ৭
from ICT Shongbad http://ift.tt/2n6an6M
টেক জায়ান্ট অ্যাপল তাদের আইফোন ৭ এবং ৭ প্লাসের লাল রঙের সংস্করণ উন্মুক্ত করেছে। এইডসের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান রেড’র সঙ্গে অ্যাপলের অংশীদারিত্বের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ফোন উন্মুক্ত করা হয়েছে।
এই ফোনের বিক্রির লাভের একটি অংশ রেড’র বৈশ্বিক ফান্ডে জমা হবে। হ্যান্ডসেটটির ডিজাইনে আছে লাল রঙের অ্যালুমিনিয়াম ফিনিশ।
এ প্রসঙ্গে অ্যাপল প্রধান টিম কুক বলেন, ‘লাল রঙের এই বিশেষ আইফোন রেড’র সঙ্গে আমাদের অংশীদারিত্বের উদযাপন এবং আমরা এই ফোন গ্রাহকের হাতে পৌঁছানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ফোনটি ২৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। আর এটির শুরুর দাম হবে ৭৪৯ মার্কিন ডলার।
from ICT Shongbad http://ift.tt/2n6an6M
Comments
Post a Comment