ইনস্টাগ্রামে একত্রে ১০ ছবি-ভিডিও আপ করবেন যেভাবে
from ICT Shongbad http://ift.tt/2mTiD8q
ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক ছবি বা অ্যালবাম আকারে কোনো ছবি আপলোডের সুবিধা ছিল না। এ নিয়ে ব্যবহারকারীদের অনেকদিনের আক্ষেপ ছিল। অবশেষে নতুন সংস্করণে এ সুযোগ রাখা হয়েছে।
এতে করে ১০টির বেশি ছবি ও ভিডিও একত্রে আপলোড করা যাবে ইনস্টাগ্রামে।
যেভাবে এ কাজ করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো। এরপরের ধাপ আগের একটি ছবি পোষ্ট করার মতই। সবশেষে ছবির ফিল্টার ঠিক করে পাবলিশ দিতে হবে।
এভাবে ইনস্টাগ্রামে ছবির অ্যালবাম যুক্ত করা যায়।
from ICT Shongbad http://ift.tt/2mTiD8q
Comments
Post a Comment