অ্যান্ড্রয়েডে এলো সুপার মারিও
from ICT Shongbad http://ift.tt/2nPlYtC
অবশেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলো জনপ্রিয় গেইম সুপার মারিও। বৃহস্পতিবার গুগল প্লেস্টোরে গেইমটি উন্মুক্ত করা হয়েছে।
গত বছরের শেষ মাসে সুপার মারিওয়ের জনক নিনটেনডো অ্যান্ড্রয়েডের জন্য গেইমটি আনার ঘোষণা দেয়। প্লে স্টোরে তখন প্রি-নিবন্ধন শুরু হয়েছিল। তখন এটি উন্মুক্ত করার দিনক্ষণ জানানো হয়নি। এরপরের ঘোষণা অনুযায়ী এবার গেইমটি উন্মুক্ত করা হয়েছে।
গত সেপ্টেম্বরে অ্যাপলের গালা ইভেন্টে গেইমটি আনার ঘোষণা দেওয়া হয়। স্মার্টফোনে গেইমটি খেলার পদ্ধতিও সহজ করা হয়েছে। টাচ করে সহজেই গেইমটি নিয়ন্ত্রণ করা যায়।
দীর্ঘক্ষণ ট্যাপ করলে ‘হাই’ জাম্প দেবে মারিও। সবচেয়ে মজাদার বিষয় হলো এটি মাল্টিপ্লেয়ারে খেলা যাবে। চাইলে কোনো বন্ধুর সঙ্গে একই সময় খেলা যাবে সুপার মারিও।
এক সময়ের জনপ্রিয় ভিডিও গেইম সুপার মারিও গত বছর আনা হয়েছিল শুধু অ্যাপল ডিভাইসের জন্য। সেই সময় মাত্র চার দিনে এটি চার কোটি ডাউনলোডের রেকর্ড করে।
from ICT Shongbad http://ift.tt/2nPlYtC
Comments
Post a Comment