বিশ্বের বৃহত্তম কৃত্রিম সূর্য জ্বলে উঠেছে তার আপন আলোয়। ২৩ মার্চ থেকে আলো আর উত্তাপ ছড়াতে শুরু করেছে সে। জার্মানিতে বৃহস্পতিবার এই কৃত্রিম সূর্যের উদ্বোধন করেন দেশটির পরিবেশমন্ত্রী জোহান্স রেমেল, অর্থমন্ত্রী গর্গ মেনজেন এবং জার্মান অরোস্পেস সেন্টারের নির্বাহী বোর্ডের সদস্য কার্স্টেন লেমের। বৃহত্তম এই কৃত্রিম সূর্যের নাম দেয়া হয়েছে সিনলাইট। খবর দ্য গার্ডিয়ানের।
সৌরশক্তির ব্যবহারই ভবিষ্যৎ শক্তির উৎস। কিন্তু পৃথিবীর অনেক স্থানেই সূর্যরশ্মি ঠিকমত পৌঁছায় না। তাই প্রয়োজন থাকলেও সৌরশক্তির ব্যবহার সম্ভব হয় না। যে সব এলাকায় সৌরশক্তি পৌঁছায় না সে সব স্থানের কথা মাথায় রেখেই এই কৃত্রিম সূর্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
সিনলাইট থেকে হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব হবে। হাইড্রোজেন পুড়লে যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত হয় না, তাই ভবিষ্যতে হাইড্রোজেনকেই জ্বালানী হিসেবে ব্যবহার করতে হবে বলেও জানিয়েছেন গবেষকরা।
সিনলাইটের ভবটি তিন তলা উঁচু। এখানে ১৪০ জেনন শর্ট আর্ক ল্যাম্প জ্বলছে। মাল্টিপ্লেক্সের লার্জ সিনেমা স্ক্রিনে আলোর জন্য একটিমাত্র জেনন শর্ট আর্ক ল্যাম্প জ্বালানো হয়।
৩ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ তৈরি করতে পারে এই সিনলাইট। এই প্রচণ্ড তাপমাত্রায় গবেষকরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করছেন। সোলার রেডিয়েশন ব্যবহার করে হাইড্রোজেন প্রস্তুত করার প্রণালী বেশ কয়েক বছর আগেই আবিষ্কার হয়েছে। কিন্তু সিনলাইটের ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব যা শিল্প-কারখানাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ব্যবহার করা সম্ভব।
from ICT Shongbad http://ift.tt/2n1lHiU
Comments
Post a Comment