ওয়েবসাইট হ্যাকিং বাড়ছে
from ICT Shongbad http://ift.tt/2nAmmfb
গত বছরে বিশ্বব্যাপী ওয়েবসাইট হ্যাকিংয়ের পরিমাণ ৩২ শতাংশ বেড়েছে। সোমবার গুগলের প্রকাশিত সাইবার সিকিউরিটি ট্রেন্ডস সম্পর্কিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
গুগলের ওয়েবমাস্টার ব্লগে একটি পোস্টে জানানো হয়, আমরা মনে এই এই ধারা শিগগিরই কমবে না। কারণ দিনে দিনে হ্যাকাররা পরাক্রমশালী হয়ে উঠছে। একইসাথে পুরাতন ওয়েবসাইটের পরিমাণও বাড়ছে, যার দুর্বলতা সহজেই হ্যাকারদের কাছে ধরা পড়ে।
কোনো সাইট হ্যাকিং হলে কিংবা নিরাপত্তা দুর্বলতা থাকলে গুগল সতর্কতা প্রকাশ করে। গুগল সার্চেও বিষয়টি দেখা যায়। অনেকেই হ্যাক হওয়া পেইজটি ডিলিট কিংবা সংশোধন করেন। কিন্তু প্রায় ৬১ শতাংশ ওয়েবসাইট ভেরিফায়েড না হওয়ার কারণে গুগল সেসব ওয়েবসাইট কর্তৃপক্ষকে সতর্ক করতে পারে না। ব্লগটিতে বলা হয়, প্রতিকারের চেয়ে আগে থেকেই সাইটের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া উচিত।
ইয়াহু, যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ও বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হ্যাকিংয়ের পর সাইবার নিরাপত্তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। অনেকেই তড়িৎ পদক্ষেপও নিচ্ছেন।
from ICT Shongbad http://ift.tt/2nAmmfb
Comments
Post a Comment