সাইবার নিরাপত্তার উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

সাইবার নিরাপত্তার উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

অনলাইন জগতে নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)।

সাইবার নিরাপত্তার উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

সাইবার নিরাপত্তার উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

এ ব্যাপারে ক্র্যাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, ‘এখন আমরা সব কিছুই করছি ইন্টারনেটকে বেইজ করে। যোগাযোগে ব্যবহার করছি ই-মেইল, ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, ইমো, স্কাইপিসহ বিভিন্ন অ্যাপস।’

তিনি বলেন, ‘কখনো কি ভেবেছি আমাদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? যেখানে ব্যাংক থেকে শুরু করে সেলেব্রেটি, প্রত্যেকে আজ কমবেশি সাইবার স্পেসে হ্যাকিংয়ের শিকার হচ্ছে। সেখানে আমরা আজ কতটা নিরাপদ? যতই ব্যবহার করুন, আপনি কি নিশ্চিত আপনার তথ্য সুরক্ষিত? সাইবার স্পেসে আপনাদের নিরাপত্তাকে সুসংহত করতে, আপনাকে হাতে কলমে শিখাতে ক্র্যাফ আয়োজন করেছে দুই দিনব্যাপী (প্রতিদিন ২ ঘণ্টা) প্রশিক্ষণ কোর্সের। কোর্সে আপনাদের এ সংক্রান্ত বিভিন্ন সময় হাতে কলমে শেখানো হবে।’

ক্র্যাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রশিক্ষণে থাকবে সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা, ইন্টারনেট ব্যবহারে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদে ই-মেইল ব্যবহার করা, ই-কমার্স, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের এডমিন কীভাবে তাদের সাইট, পেজ বা গ্রুপের নিরাপত্তা নিশ্চিত করবেন, কীভাবে নিজের ডিভাইস নিরাপদ তা নিশ্চিত হবেন, কীভাবে পাসওয়ার্ড সুরক্ষিত হবে, আপনার ডিভাইস হারিয়ে গেলে কীভাবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন বা তা ট্র্যাক করবেন।

ক্র্যাফের এই প্রশিক্ষণে আরও জানানো হবে, আপনার ক্রেডিট কার্ড হ্যাক হলে কী করবেন, আপনার মোবাইল ডিভাইস কেউ স্পাইং করছে কি না তা কীভাবে নিশ্চিত হবেন, আপনার সন্তান বা আপনার আপনজন ইন্টারনেট ঠিকভাবে ব্যবহার করছে কি না তা কীভাবে মনিটর করবেন, আইসিটি আইনের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সাইবার ক্রাইমের শিকার হলে কী করবেন।

আগামী ৩১ মার্চ প্রশিক্ষণ শুরু হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখালে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।



from ICT Shongbad http://ift.tt/2o3IX0p

Comments