‘গুগল টক’ এখন হ্যাংআউটে

‘গুগল টক’ এখন হ্যাংআউটে

সার্চ জায়ান্ট গুগলের প্রিয় পণ্য চ্যাট অ্যাপ গুগল টক বা জিচ্যাট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বন্ধ হয়ে গেলেও এই চ্যাট অপশনটি হ্যাংআউটে বদলি করা হয়েছে। আর আগামী ২২ মের মধ্যে হ্যাংআউট থেকে এসএমএস সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

২০০৫ সালে জিমেইল ব্যবহারকারীদের মধ্যে শুধুমাত্র চ্যাটিং নির্ভর এই অ্যাপ উন্মুক্ত করা হয়েছিল। তবে ২০১৩ সালে গুগলের মেসেজিং অ্যাপ হ্যাংআউট ততটা জনপ্রিয়তা পায়নি। আর তাই বলা যায়, এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আর আলাদাভাবে হ্যাংআউট সেবা থেকে বন্ধ হচ্ছে এসএমএস সেবা।

সম্প্রতি গুগল তাদের হ্যাংআউটে বেশকিছু পরিবর্তন এনেছে। যুক্ত হয়েছে মিট অ্যান্ড চ্যাট অ্যাপ, যার মাধ্যমে গ্রুপ টেক্সট চ্যাট ও গ্রুপ ভিডিও কনফারেন্সিং সুবিধা থাকছে।



from ICT Shongbad http://ift.tt/2nZuUgp

Comments