এখন কম্পিউটার, ল্যাপটপেও মিলবে ফেইসবুক লাইভ
from ICT Shongbad http://ift.tt/2o2lyx7
স্মার্টফোনের বা যেকোন এনড্রয়েড ফোনের পাশাপাশি এখন কম্পিউটারেও ব্যবহার করা যাবে ফেইসবুক লাইভ ফিচার। এত দিন ফিচারটি কাজে লাগিয়ে শুধু মোবাইল ফোন থেকে বন্ধুদের সঙ্গে আড্ডার ভিডিও সরাসরি ফেইসবুকে প্রচারের সুযোগ মিলত।
ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালুর ফলে সব ফেইসবুক ব্যবহারকারীই সরাসরি ভিডিও প্রচারের সুযোগ পাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলারও প্রয়োজন হবে না, কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ওয়েবক্যাম যুক্ত করেই সরাসরি ফেইসবুকে ভিডিও সম্প্রচার করা যাবে।
এক বিবৃতিতে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সব ডেস্কটপ ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের সুযোগ পাবে।
from ICT Shongbad http://ift.tt/2o2lyx7
Comments
Post a Comment