ঐতিহাসিক মাস মার্চ । আমাদের স্বাধীনতার মাস, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের মাস। এই উত্তাল মার্চে শুরু হয়েছিল দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বিনিময়ে আসে স্বাধীনতা।
নতুন প্রজন্মের অনেকেরই মুক্তিযুদ্ধ সম্পর্কে খুবে বেশি জানা নেই। এখনও ইতিহাসের অনেক কিছু উঠে আসেনি। শহীদের আত্মত্যাগের কথা তুলে ধরার পাশাপাশি মহান ওই সময়কে নিয়ে তৈরি করা হচ্ছে অনেক অ্যাপ।
তেমন একটি অ্যাপ হলো ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। এতে মুক্তিযুদ্ধসহ গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো তুলে ধরা হয়েছে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এতে ধারাবাহিকভাবে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।
২. পূর্ব পাকিস্তানের দুর্দশার ইতিহাস ,অর্থনৈতিক বৈষম্য, ভাষা আন্দোলনসহ ১৯৭০-এর নির্বাচন, মুজিব ইয়াহিয়া বৈঠক, গণহত্যা ও জনযুদ্ধের সূত্রপাত, স্বাধীনতার ঘোষণা ইত্যাদি বিষয়গুলো রয়েছে অ্যাপটিতে।
৩. অ্যাপটি একবার ডাউনলোডের পর সম্পূর্ণ অফলাইনে কাজ করবে।
৪. এটি থেকে যে কোনো টেক্সট কপি করে তা স্যোসাল মিডিয়াতে শেয়ারিং সুবিধা রয়েছে।
৫. অ্যাপটি ব্যবহার করার সময় যদি ইন্টারনেট চালু থাকে তাহলে কিছুক্ষণ পর পর বিজ্ঞাপণ দেখাবে। এটি অবশ্য বিরক্ত তৈরি করবে।
গুগল প্লে থেকে অ্যাপটি ১০ হাজারে বেশি ডাউনলোড হয়েছে। এ ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
from ICT Shongbad http://ift.tt/2n1C1Aa
Comments
Post a Comment