সিলেটে বিডিজবসের চাকরি মেলায় ৫০০ চাকরি

সিলেটে বিডিজবসের চাকরি মেলায় ৫০০ চাকরি

ঢাকার বাহিরে সময়ের সবচেয়ে বড় চাকরি মেলা করছে অনলাইনে চাকরির প্লাটফর্ম বিডিজবস ডটকম। সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বুধবার শুরু হওয়া মেলা চলবে বৃহস্পতিবারও।

সিলেটে বিডিজবসের চাকরি মেলায় ৫০০ চাকরি

সিলেটে বিডিজবসের চাকরি মেলায় ৫০০ চাকরি

দুই দিনব্যাপী চাকরি মেলায় ৩০টি প্রতিষ্ঠান পাঁচ শতাধিকের বেশি পদের জন্য চাকরির অফার নিয়ে অংশ নিচ্ছে। বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর।

মেলায় প্রথম দিন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সিভি গ্রহণ করেছে। প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থী  রেজিস্ট্রেশন করে তাদের সিভি জমা দিয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার প্রার্থীকে কোম্পানিগুলো বাছাই করেছে।

আজ একই জায়গায় বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেবে প্রতিষ্ঠানগুলো। উল্লেখ্য  বিডিজবস এ বছর ঢাকার বাহিরে সিলেট ছাড়াও অন্যান্য বড় বিভাগীয় শহরে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে একই ধরনের চাকরি মেলার আয়োজন করবে।



from ICT Shongbad http://ift.tt/2nq6ZFM

Comments