বিজ্ঞাপনের জন্য ‘অসুরক্ষিত’ তরুণদের লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক

বিজ্ঞাপনের জন্য ‘অসুরক্ষিত’ তরুণদের লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বিজ্ঞাপনের জন্য ‘অসুরক্ষিত’ শিশু এবং তরুণদের লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে। অস্ট্রেলিয়ার ফেসবুকের দুইজন কর্মকর্তার এমন বিশ্লেষণ প্রতিবেদন অনলাইনে ফাঁস হওয়ার পরপর মুখ খুলল যোগাযোগের শীর্ষ এই মাধ্যমটি।

অস্ট্রেলিয়ার ওই ফাঁস হয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরদের পোস্ট করা ইমেজ এবং অন্যান্য নানা ইস্যু নিয়ে ডেটাগুলোকে ফেসবুক বিজ্ঞাপনদাতাদের শেয়ার করে থাকে। তবে ফেসবুক বলছে ওই প্রতিবেদন ‘বিভ্রান্তিকর’ এবং আবেগের উপর নির্ভর করে ডেটা সংগ্রহের জন্য এমন কোনো টুল প্রদান করেনা তারা। ওই বিশ্লেষণ দিয়ে ফেসবুকে মানুষ নিজেদের কীভাবে উপস্থাপন করে তা বুঝতে সাহায্য করে। এটি বিজ্ঞাপনগুলিকে লক্ষ্য করার জন্য কখনো ব্যবহার করা হয়নি বলেও বলা হয়েছে।

ফাঁস হওয়া ওই প্রতিবেদন বলছে, ফেসবুকে ব্যবহারকারীর ফিলিং ‘স্ট্রেসড’, ‘ডিফিটেড’, ‘অ্যাংশাস’, ‘নার্ভাস’, ‘সিলি’, ‘ফেইলিউর’ ইত্যাদি পোস্টগুলোকে মনিটর করে থাকে। আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের ডেটা বিশ্লেষণ করা হয়েছে বলেও বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফেসবুক নানা কারণে সমালোচিত হয়ে আসছে। ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ডের ঘটনা এর মধ্যে অন্যতম।



from ICT Shongbad http://ift.tt/2p3zmYv

Comments