ফেসবুকে মিথ্যা পোস্টের জরিমানা ৪ কোটি টাকা!
from ICT Shongbad http://ift.tt/2ox8QJM
ফেসবুকে একটি মিথ্যা পোস্ট। আর তার জন্য এক মহিলাকে জরিমানা করা হল ৪ লাখ ৯৩ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি)। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায়।
স্থানীয় বাসিন্দা জ্যাকলিন হামুন্দ ২০১৫ সালে তার বন্ধু ড্যাভায়েন ডায়ালের ফেসবুকে একটি পোস্ট করেন। যাতে ড্যাভায়েন ডায়ালকে জ্যাকলিন তার ছেলেকে খুনের জন্য অভিযোগে অভিযুক্ত করা হয়। এই মিথ্যা অভিযোগের প্রেক্ষিতেই আদালতে মামলা করেন ড্যাভায়েন।
জ্যাকলিনের বিরুদ্ধে মানহানি, মানসিক যন্ত্রণার অভিযোগ আনেন তিনি। সেই মামলার রায়েই জ্যাকলিনকে এই বিপুল অঙ্কের জরিমানার নির্দেশ দেন বিচারক।
from ICT Shongbad http://ift.tt/2ox8QJM
Comments
Post a Comment