ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

সার্চ জায়ান্ট গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ‘ও’ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে। বলা হচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেমে উন্নত ব্যাটারি লাইফ এবং নোটিফিকেশন আনা হয়েছে।

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

আগামী ১৭ থেকে ১৯ মে গুগলের বার্ষিক সম্মেলনে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে পারে। যদিও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ন্যুগাট খুব বেশি ব্যবহারকারীর ফোনে নেই। শুধুমাত্র ২.৮ শতাংশ ব্যবহারকারী ন্যুগাট ব্যবহার করছেন এই মুহূর্তে। এই অপারেটিং সিস্টেমে আরও একটি ফিচার যোগ হয়েছে। তা হল- পিকচার-ইন-পিকচার ভিউ। অর্থাৎ ভিডিও দেখার সময় অন্য অ্যাপও ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, ডেভেলপাররা নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি, নেক্সাস প্লেয়ার, পিক্সেল, পিক্সেল এক্সএল এবং পিক্সেল সি ডিভাইস এই প্রিভিউ ডাউনলোড করে নিতে পারবেন।



from ICT Shongbad http://ift.tt/2mTofiF

Comments