ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে মজিলা ফায়ারফক্স বেশ জনপ্রিয় একটি ব্রাউজার। এ ব্রাউজারের কিছু শটকার্ট জানা থাকলে কাজ আরও সহজ হয়।
এ টিউটোরিয়ালে মজিলা ব্রাউজারের কিছু কিবোর্ড শটকার্ট তুলে ধরা হলো।
CTRL++ স্পেস করলে ওয়েব পেজটি জুম হবে, বড় করে প্রদর্শিত হবে।
CTRL+ – স্পেস করলে ওয়েব পেজটি ছোট হবে, ছোট করে প্রদর্শিত হবে।
CTRL+Tab স্পেস করলে অ্যাকটিভ করা পেজগুলোতে মুভ করার জন্য।
ALT+Home স্পেস করলে ব্রাউজারে হোম পেজটি খুলবে।
ALT+B স্পেস করলে ব্রাউজারের ফেবারিট লিস্ট প্রদর্শিত হবে।
ALT+D স্পেস করলে অ্যাড্রেস বার নির্বাচিত হবে।
ALT+E স্পেস করলে এডিট মেন্যু প্রদর্শিত হবে।
ALT+F স্পেস করলে ফাইল মেন্যু প্রদর্শিত হবে।
ALT+B স্পেস করলে ব্রাউজারের ফেবারিট লিস্ট প্রদর্শিত হবে।
ALT+D স্পেস করলে অ্যাড্রেস বার নির্বাচিত হবে।
ALT+E স্পেস করলে এডিট মেন্যু প্রদর্শিত হবে।
ALT+F স্পেস করলে ফাইল মেন্যু প্রদর্শিত হবে।
ALT+S স্পেস করলে ব্রাউজ করা পুরনো পেজগুলো দেখাবে।
ALT+T স্পেস করলে টুলস মেন্যু প্রদর্শিত হবে।
ALT+V স্পেস করলে ভিউ মেন্যু প্রদর্শিত হবে।
CTRL+A স্পেস করলে ব্রাউজারের অ্যাকটিভ করা পেজটি সম্পূর্ন নিবার্চন হবে।
CTRL+B স্পেস করলে বুকমার্ক করা পেইজগুলো ব্রাউজারের বামপার্শ্বে দেখাবে।
CTRL+D স্পেস করলে বুকমার্ক কে পেজটি সেভ হবে।
CTRL+F স্পেস করলে অ্যাকটিভ পেজটিতে কোন কিছু খোঁজার জন্য সার্চ বার দেখাবে
CTRL+I স্পেস করলে বুকমার্ক করা পেইজগুলো ব্রাউজারের বামপার্শ্বে দেখাবে।
from ICT Shongbad http://ift.tt/2o8Kpll
Comments
Post a Comment