ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা

ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা

ফেইসবুক লাইভে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই ২০ তলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ২৩ বছর বয়সী ওই তরুণের নাম অর্জুন। তিনি ভারতের বেঙ্গালুরুর অধিবাসী। তবে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের একটি হোটেলে।

সোমবার দুপুরে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন অর্জুন ভরদ্বাজ। ঘটনার আগে তিনি পাস্তার অর্ডারও দেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, পড়াশোনার জন্য মুম্বইয়ে থাকতেন অর্জুন। ওই দিন বান্দ্রার একটি হোটেলে ঘর নেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হোটেলের এক নিরপত্তারক্ষী কিছু পড়ার আওয়াজ পান। গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় হোটেল চত্বরে পড়ে রয়েছেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যায় ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে ফেইসবুক লাইভ করেন অর্জুন। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি মাদকাসক্ত। বাঁচার কোনও ইচ্ছে নেই। তাই পৃথিবী থেকে চলে যাচ্ছি।

প্রাথমিক ভাবে, পুলিশের অনুমান ডিপ্রেশনের শিকার হয়েই আত্মহত্যা করেছেন অর্জুন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



from ICT Shongbad http://ift.tt/2oHd2UI

Comments